//ভুল আর ঠিক কেন অস্থায়ী//


মানতে হবে কি! উঠেছে প্রশ্ন
প্রশ্ন নামাতে, উত্তর চাই-
শুরু হয় খোঁজ মনের ভিতরে
দ্বিধাবিভক্ত মন যায় ঘুরে-
সোজাসুজি কোনো উত্তর নেই
বিহ্বল মনে শুধু শংকাই-
কিন্তু কিছু তো উপসংহারে চাই...
যদি মেনে নিই, তা কি ঠিক হবে!
আর না মানলে, হবে নাকি ভুল!
যেটাই করি না, আজ সেটা ঠিক
আগামীতে সেটা কেন ভাবি ভুল!
এটাই আজকে বলতে চাইছি
এই চাওয়াকেই প্রশ্ন মানছি
ভুল আর ঠিক কেন নয় স্থায়ী স্বত্তাই!


সুবীর সেনগুপ্ত