//ভুল এবং ঠিক নিয়ে নির্ভীক//


ভুল হতে পারে, ভুল হতে পারে
সাবধান হই, সাবধান হও
আমি হয়ে থাকি খুব সাবধান
তবু কাজে ভুল করে যাই দান।


কাজ না জেনে কী করে থাকি কাজ!
হয়ত বা তাই, করে ফেলি ভুল
উপায় কী তবে দক্ষতা চাই!
দক্ষ হলে কী ভুল হবে ফুল!


দক্ষতা আর সাবধানী হওয়া
উচিৎ কী এই দুটোকেই চাওয়া!
কী উচিৎ আর কী যে অনুচিৎ
সব ইচ্ছার সাথে চলে যাওয়া।


কাজ করি কেন! ভুল হবে বলে!
ধ্যূর ছাই একী বলা যায় নাকি!
কাজ করি ভালো ফল পাবো বলে
সূচনাতে কেন ভুল বেঁধে রাখি!


বাঁধতেই যদি হয় কোনো রাখি
সেই রাখি হোক ঠিক দিয়ে গড়া
মনে হয় এতে কাজ হয় ভালো
ভুল হয়ে গেলে সেটা ঠিক করা।


ভুল আর ঠিক নয় দুটো দিক
বহু দিক ধরে হয় বিশ্লেষণ
অকুণ্ঠচিত্তে করে গেলে কাজ
পরিণাম হবে মনের মতন।


ভুল এর সংজ্ঞা খুঁজেই পাই না
ঠিক এর ক্ষেত্রে তেমনই তো হবে
সংজ্ঞা থাক বা না-থাক, তাতে কী!
অলস থেকে কী মানুষ বাঁচবে!


ঠিক এবং ভুল কাজের অংশ
অংশ হলেও একসাথে নয়
সেই কারণেই কাজ নিই হাতে
কাজ ভালবেসে জীবন গড়ায়।


জীবন অর্থে শুধু বুঝি কাজ
কাজ মানে নয় ঘেমে নেয়ে ওঠা
বিনা পরিশ্রমে কত কত কাজ
মন আর মেধা নিয়ে মেতে ওঠা।


না ভুল চাই, না ঠিক চাই
কিন্তু জানি তো আসবে দুটোই
যখন যা পাই, তাই নিয়ে চলি
চলতে চলতে থাকি খুশীতেই।


সুবীর সেনগুপ্ত