//ভুল নিশ্চিত//


ভুল করে ভুল কখনো করিনি
তাও হয়ে গেছে ভুল নির্ভুল
আঁকা বাঁকা পথে ঘুরতে ঘুরতে
জেনেছি ভুলের কারণ বিপুল।


যত কাজ তত ভুলের সংখ্যা
স্বীকার করতে চায় না এই মন
ভুলের মাশুল দিয়েছি অনেক
থামাতে পারিনি অকারণ ভুল।


ভুল চেপে বসে প্রতি পদক্ষেপ
ভুলই করছে পৃথিবীতে রাজ
ভুল করে করে, তারপরে ঠিক
শাশ্বত এই নিয়মের সাজ।


কত কত ভুল কালো অক্ষরে
ঘুমিয়েই থাকে সাদা পাতা জুড়ে
হয়ত বা আসে হটাৎ সামনে
জানার পরেও থাকেই কবরে।


জ্ঞানীরাই বলে, ভুল করা ভালো
তবে নয় একই ভুল বারবার
ভুল যদি করি ভুলের জন্য
হয়ে যাবে সেটা বড় কারবার।


ভুল করবেই প্রতিটি মানুষ
তাও বলব না ভুল অধিকার
কাজ করলেই ভুল আগমন
ভুল থেকে শিখে নিয়ে হুঙ্কার।


ভুল দিয়ে ফুল গড়তে চেয়েছি
অনেক সময়ে গড়তে পেরেছি
অন্য সময়ে ভুল কাঁদিয়েছে
কেঁদে কেঁদে ভুল শুধরে নিয়েছি।


ভুল নিয়ে যত ভুল বোঝাবুঝি
জীবন অন্ত হলেই তা শেষ
তবুও হয় না ভুল এক বন্ধু
এই এক জ্বালা সত্যি বিশেষ।


সুবীর সেনগুপ্ত