//ভুল পথে ধনী//


ধনিক হওয়ার প্রবল ইচ্ছা
সঠিক পথের সন্ধানে মন
যে যে পথে আছে অঢেল পয়সা
সেই পথগুলো নয় সাধারণ।


শিক্ষিত হয়ে চাকরীর খোঁজ
ঘটনাচক্রে পেয়েও তো যাই
পেলেও কিন্তু নয় মনোমত
তা হলেও করি কাজ সেখানেই।


প্রায় দিন এনে দিন খেয়ে থাকি
মন পড়ে থাকে অধিক অর্থে
মাইনে যা বাড়ে বছর ঘুরলে
সব যায় মুদ্রাস্ফীতির গর্তে।


আমার মতন অনেকেই ছিল
এখনো রয়েছে আমারই মতন
দু-একজনের বরাত ফিরেছে
তাঁদের দেখেই মন পরিবর্তন।


তাঁরাই জানালো কোথায় সে পথ
নিভৃতে থাকে, জানাই যায় না
পথগুলো কালো, টাকা দিয়ে মোড়া
ঝুঁকি ও বিপদ সাথে একটানা।


যাব কী যাব না অজ্ঞাত পথে
দ্বিধা সংশয়ে থেকে বহু রাতে
ভাগ্য ফেরাতে নিলাম সে পথ
ইচ্ছানুযায়ী গেলাম বিপথে।


ঝুঁকি ও বিপদ অর্থে ভরালো
বিপদ আপদ সব ভুললাম
মনে বসে গেল পথ সাধারণ
বেপরোয়া হয়ে টাকা জড়ালাম।


ইচ্ছে আমার আজকে সফল
অভাবের দিন ভুলেই গিয়েছি
স্বভাবের কাছে আজ আমি বন্দী
বিলাস জীবন যাপনে মেতেছি।


ভুল ভুলই হয়, এটাই বিধান
ধরা পড়ে যায় ভুল নিশ্চিত
কখন কোথায় বলা মুশকিল
ধরা পড়ে গেলে, বিলাস অতীত।


বলেছি তো আগে হতে হবে ধনী
হয়েছিও তাই, আর নয় ঋণী
ধরা পড়ে আজ বন্দীর দশা
আপসোস করে দিনগুলো গুনি।


সুবীর সেনগুপ্ত