//ভুল প্রতিকূল, ঠিক অনুকূল//


ভুলগুলো সব বলা হলো ঠিক
পাল্টে ফেললো ঠিকগুলো দিক
ছুটে এলো মনে খুব স্বাভাবিক প্রশ্ন
কেন করে ফেলি ভুলের প্রভূত যত্ন!


এই দৃষ্টিতে বলা হলো ভুল
ওই দৃষ্টিতে সেটা নির্ভুল
কখন কী ভাবে দৃষ্টি যে নেয় নির্ণয়!
বুঝতে বুঝতে দিন চলে যায় অজানায়।


খালি পায়ে হাঁটি, সেটা ভুল নাকি!
ভুল বলে কেউ করে ডাকাডাকি
কিন্তু আমি তো দেখছি না এতে ত্রুটি
ভালো লাগে, তাই আমি খালি পায়ে হাঁটি।


আমার স্বার্থে আমি কাজ করি
সেই কাজে ভুল ধরতে কী পারি!
আমি না ধরলে, কেউ তো ধরবে ভুল
ভুল ধরা যেন পেয়ে যাওয়া এক কূল।


ঠিক আর ভুলের তত্ব কী, খুঁজি
খুঁজেই পাই না সেটা সোজাসুজি
ভুল কেন পরে ঠিক হয়ে যায়, বলো তো!
কেন থাকবে বলে দুটোর মধ্যে দূরত্ব!


ভুল আর ত্রুটি, ঠিক নির্ভুল
হয় প্রতিকূল, নয় অনুকূল
এ দুটোই হবে প্রতি জীবনের সাথী
তবুও চাইব ঠিক নিয়ে থাক মতি।


সুবীর সেনগুপ্ত