বিচ্ছেদ ও বিরহ।
।।সুবীর সেনগুপ্ত।।


কাছে নেই পাশে নেই, দৃষ্টির মাঝে নেই
কোথাও তো আছে জানি, সেই স্থান জানা নেই
মনের ভিতরে আছে, তার কোনো মানে নেই
কারণ যে তার কথা, কচিৎ আসে মনেই।


বিরহ না বলে আমি, বলি একে বিচ্ছেদ
দুটো মন ভরে ছিল, শত শত ভেদাভেদ
দুজনেই চেয়েছিল ছাড়াছাড়ি, নেই ক্ষেদ
কামনায় মিল ছিল, আর তো হয় না জেদ।


পরিচয় হয়েছিল, সেতো পাকে চক্রেই
থামেনি সে পরিচয়, গিয়েছিল এগিয়েই
খুঁজেছিল মিলগুলো, পেয়েছিল সামনেই
গড়েছিল সংসার, ভরেছিল খুশীতেই।


বাঁচাই জীবন নয়, তাই মন ছুটে যায়
আলাপ ও কথা দিয়ে, কাউকে ধরতে চায়
আকর্ষণের ধারা, বেগে প্রবাহিত হয়
দুই তন মিলে মিশে, ধরে ফেলে প্রত্যয়।


জোড়া-তালি দিয়ে আর, কাছে থাকা চলে না
জীবন দুর্বিষহ করে দেওয়া যায় না
দুজনের অভিমত, ফেলে দেওয়া যায় না
বিচ্ছেদ মেনে নেওয়া, ভুল বলা যাবে না।


এক হতে পারে নাকি, বিচ্ছেদ ও বিরহ!
বিরহকে মেনে নিতে, হতে পারে আগ্রহ
বিচ্ছেদ হলে পরে, ভুলতে হবেই মোহ
জীবনে যে চাই-ই চাই, শান্তি ও উৎসাহ।