//বিদায় কী জয়, নাকি পরাজয়!//


বিদায় দিয়ে কী পাবে তা জানি না
কিছু হারিয়ে কী কেটে যাবে ডানা!
ডানাই যে নেই, কাটবে কী করে!
তবে কী বলবে কিছু হারাবে না!


বিদায়ের দায় একার তো নয়
দুই পক্ষের এতে আছে দায়
বিদায় মন্দ, নাকি তা ভালো!
সাধারণ এক ঘটনা কি নয়!


আমি আছি, তুমি আছ পৃথিবীতে
স্বাধীনতা নিয়ে আছি খুব মেতে
বিদায় শব্দ নিয়ে কত ভাবি!
মাথা ঘামাই না এর গুরুত্বে।


জরুরী হয় না অনেক বিষয়
সে সব বিষয় হারিয়ে কি যায়!
হারাতে পারে না, থাকে মন কোণে
কখনো জরুরী হয়ে দেখা দেয়।


বিদায়ে কখনো খুশীর লহর
পরিমাণ মতো হয় হুল্লোড়
বিদায় মানেই শুধু খুশী নয়
দুঃখেরও ছায়া আনে ঘনঘোর।


প্রত্যেক ক্ষণে এক পরিস্থিতি
তাতে নির্ভর জীবনের স্থিতি
পরিস্থিতির বদল হলেই
জীবনের আঙিনায় নব নীতি।


শত অস্থায়ী নিচ্ছে বিদায়
প্রতি ক্ষণে ক্ষণে প্রতিটি বেলায়
বিভিন্ন কাজ করে ফিরি ঘরে
এমন বিদায় স্মরণীয় নয়।


বিচ্ছেদ থেকে যে বিদায় ঘটে
সে বিদায় একাকীত্বের তটে
কিন্তু যুগ্ম সহমতি থাকে
তবে কী বিদায় শুধুই স্বার্থে।


বিদায়ে কী থাকে জয় পরাজয়!
থাকে বলেই তো বিদায় সহায়
বহু কাঠখড় পোড়ানোর পরে
বিদায়ের দিন ক্ষণ ঠিক হয়।


আজকের খুশী ফ্যাকাশে যখন
উজ্জ্বল খুশী খুঁজছি তখন
অনুসন্ধান হলেই সফল
বিদায় এবং বিচ্ছেদে মন।


সুবীর সেনগুপ্ত