//বিখ্যাত হওয়া লক্ষ্য হবে কী!//


বিখ্যাত হয়ে কুখ্যাত কথা
কেন বলবার হয় প্রবণতা!
হতে চায় নাকি আরও বিখ্যাত!
সেই কারণে কী এই পথে হাঁটা!


হওয়াই যায় না নিজে বিখ্যাত
একা একা পাওয়া যায় খুব তৃপ্তি
তৃপ্তিতে থেমে থাকতে পারলে
কুখ্যাত কথা হয় না সৃষ্টি।


আমি বিখ্যাত, তুমি বিখ্যাত
কোত্থাও নেই কোনো সমস্যা
যখন বিরোধ পরস্পরেই
আচানক গড়ে ওঠে সমস্যা।


ওর খ্যাতি যদি মানতে না পারি
সেটা তো আমার হীনমন্যতা
তুমিও কী তাই আমারই মতো!
হলে তো গড়বে কুখ্যাত কথা।


আমার গর্ব আমার নিজের
সেই গর্বে কী তুমি গর্বিত!
সুস্থ সমাজ সেটাই তো চায়
করা কী যায় না তাই অর্জিত!


লক্ষ্য কী হওয়া খুব বিখ্যাত!
নাকি উদ্দেশ্য হওয়া অমায়িক!
পেলেই তো ভালো অপার শান্তি
এই অভিপ্রায় মনে হয় ঠিক।


সুবীর সেনগুপ্ত