চেয়েও পাইনি তোমার চরণ
বরন করতে পারিনি তোমায়
ঢাকা ছিল মন, এখনও তো সেই আবরণ|


তোমাকে দেখতে পাই প্রত্যহ
নিশ্চিত মানি, এটা যে সত্য
এই সত্যই, এগোনোর পথে আগ্রহ|


তুমি ভাল আছ! তুমি ভাল নেই!
অহেতুক এই চিন্তাও রোজ
নিজ কাজে বাধা, তবুও তো ভেবে যাই|


বরন করিনি, হওনি আমার
সুযোগ হারিয়ে গেছে চিরতরে
তাও কেন চাই, খুলেও রাখতে দ্বার!


দিন যত যায়, ততই অতীত স্পষ্ট
ভালবাসার এই নিয়ম ভাঙতে চায় না
হয়ে যাই আমি বিহ্বল, কিন্তু হই না রুষ্ট|


হারিয়েছি আমি, তোমার ভালবাসা
তুমি তো ভাবোনা, তুমি হারিয়েছ কিছু
কিন্তু কি জানো,ভাবনাতে তুমি তৃপ্তির পরিভাষা|


জিজ্ঞাসু এই, জীবন কি অপরিচিত!
এর বিবাদে, চাই না যেতেও আমি
যা ঘটেছে, তাতে খুঁজছি না কোনো ছুতো|


ভেবেও দেখেছি, পাই না তেমন কষ্ট
তোমাকে যে দেখি প্রতিদিন, এবেলা ওবেলা
এই পাওয়াতেই আমি হয় থাকি তুষ্ট|


বিরহেও কিছু আনন্দ