বিষাদ আমার, বিষাদ জড়িয়ে
আনন্দে আটখানা
বিষাদ থেকেই, খুঁজেও নিয়েছি
সুখের দুই-এক কণা|


বিষাদ নিয়েই, এগিয়ে চলেছি
পথের অভাব নেই
বিষাদ করেছি, অহরহ সাথী
মিলে মিশে থৈ থৈ|


এত বিষাদের, খনি চারিদিকে
দেখেই অবাক চিত্ত
সহজেই তুলে, নিচ্ছি বিষাদ
উপচে পড়ছে বিত্ত|


বিষাদ আসবে, এ তো জানা কথা
যেমন অরুন রোজ
তাই তো বিষাদ, এলেই জীবনে
চলেই সুখের খোঁজ|


বিষাদের চাপে, সব বিস্বাদ
এই ধারণাই সাধারণ
তবুও বলব, বিষাদেও আছে
কিছু স্বাদ ভরা ক্ষণ|


একটি জীবন, একটি মালিক
তার ধারণাই শ্রেষ্ট
যা নেবেই তুলে, সে বিষাদ থেকে
সেটাই তার অদৃষ্ট|


বিষাদ আসুক, পাবো কিছু সুখ
কামনা কি হতে পারে!
কামনা থাকেনা, বিষাদ ছাড়েনা
ছুটে এসে বসে ঘাড়ে|


না আসুক কোনো বিষাদ, এমন
কামনা সবার কাম্য
সব কামনাই, পায় ব্যথর্তা
এতে নেই তারতম্য|


খুব আনন্দে, যখন জীবন
বিষাদ অপেক্ষাতে
ছোট্ট সুযোগ, এলেই সামনে
সেও খেলাতেই মাতে|


চির আনন্দে, থাকতেই হবে
গড়তে হবে প্রাচীর
বিষাদ থাকবে, প্রতীক্ষাতেই
সেখানেই হবে স্থির|


না পেলে বিষাদ, হারালে বিষাদ
অবজ্ঞাতেও তাই
মান অভিমান, তাতেও বিষাদ
বিষাদ কি সব পাতেই!


আমার বিষাদে, তোমার ভূমিকা
শূন্যের ঘরে, নয় কি!
আমার বিষাদ, আমাকে ভাবাবে
সেই ভাবনায়, ভয় কি!


এসেছে বিষাদ, বুঝতে চেয়েছি
বিষাদের কি কারণ
খোলা মন নিয়ে, নির্ভীক হয়ে
করেছি বিষাদ ধন|


মান ও শ্রদ্ধা, নয় বিষাদকে
করবই অবহেলা
তুলব না পাল, বিষাদ জড়িয়ে
ডুবলে, ডুবুক ভেলা|


বিষাদের চাপে সব বিস্বাদ নয়|