ছড়ানো ছিটানো, মাটিতে লুটানো
বিশ্বাসগুলো রয়েছে বিছানো
তোলাই তো যায় যখন তখন
বিনা পয়সার অমূল্য ধন|


বিশ্বাস আছে, আর কীসে ভয়!
কু-সংস্কার ভরলেই হয়
নিজের মতটা করে দিয়ে খাটো
যে যেমন বলে, তাই নিয়ে মাতো|


কারো ইচ্ছাকি কেড়ে নেওয়া যায়!
এ তো সম্ভব কখনোই নয়
আলোতে কালোতে আছে বিশ্বাস
প্রতিক্ষণে বিশ্বাস নিয়ে বাস|


রকমারি বিশ্বাসেই জীবন
বিতরণ হয় ইচ্ছে মতন
বিশ্বাসে শ্বাস সহজেই ধন
বাস্তবে সেটা হয় উপবন|


ইতিহাস বিলিয়েছে বিশ্বাস
বর্তমানেও তারই আভাস
ইচ্ছারও হয় পরিবর্তন
জানা যায় না তো কবে ও কখন|


শুধু অদ্ভুদ নয় এই মন
বেয়াদব হয় যখন তখন
কার নেই অভিলাষে বিশ্বাস!
বিশ্বাসই হলো সন্ধি সমাস|


কি হয় গঠন বিশ্বাস দিয়ে!
শংকিত মন থাকে ভয়ে ভয়ে
কামনাগুলো কি হবেই সফল!
উত্তেজনার হয় প্রসারণ|


চন্দ্রমা ওই আকাশের বুকে
মেনেছিও এটা নিজ চোখে দেখে
শুধু শুনে কিছু মানতেও হয়
সেখানে যুক্তি কাজ করে যায়|


যুক্তিবিহীন বহু বিশ্বাস
মানছে জনতা, তাই অভিলাষ
এ ক্ষেত্রে বাদ-প্রতিবাদ নেই
বিশ্বাস ছিল, আর থাকবেই|