//বিষয় বৃত্তে ঠাসা//


ঘুরে ঘুরে গোল গোল
বৃত্তে বাজাই ঢোল
যে শোনে, দাঁড়িয়ে পড়ে
বলে, কেন শোরগোল!


আজ আমি বাজাচ্ছি
কাল তুমি বাজাবে
ঘুরে ঘুরে বৃত্তেই
শোরগোল চলবে।


বৃত্তে ঘুরতে হবে
তাই আসা এই ভবে
যে বলবে ঘুরব না
সেকি পার পেয়ে যাবে!


প্রথম গড়েছে কী!
ভাবনাটা হয় নাকি!
হয়, নিশ্চয়ই হয়
দর্শন নয় ফাঁকি।


এক নয়, দুই নয়
কত আছে সংখ্যায়!
বৃত্তের ছড়াছড়ি
বিশ্বের আঙিনায়।


আর কোনো জিজ্ঞাসা!
বিষয় বৃত্তে ঠাসা
এখন শুধুই ঘোরা
ঘুরেই জাগানো আশা।


সুবীর সেনগুপ্ত