বিশ্বাস বিষ, এটাই আমার ধারণা
মনে হতে পারে, শুরুতে শুদ্ধ কামনা|


কেন এ ধারণা, কোথায় এটার ভিত!
বিশ্বাস করে, গড়ে এই ভিত নিশ্চিত|


সবার ধারণা, করতেই হবে বিশ্বাস
বিশ্বাসেই তো, সবাই ফেলছে নিঃশ্বাস|


বিশ্বাস ছাড়া, জীবন কি কাটবে না!
অবিশ্বাসকে, একবার ধরে দ্যাখো না!


করি বিশ্বাস, যাঁকে ভালবাসি তাঁকে
অচেনা হলেই, বিশ্বাস যায় পাঁকে|


বিশ্বাস করে, সামলাতে হয় ক্ষতি
শিক্ষা হয় না, সামাল দিই দুর্গতি|


আবালবৃদ্ধবণিতার, আছে বিশ্বাস
'ভগবান, ছেয়ে আছে ওই উর্দ্ধাকাশ|'


এই বিশ্বাসে, লাভ ক্ষতি থাকে দূরে
মন যেটা চায়, সেটা ভাবতেই পারে|


বাস্তবে পথ, চলা জীবনের ধর্ম
বিশ্বাস নয়, করতে হবেই কর্ম|


কখনো যদি-বা, করতেই হয় বিশ্বাস
হতে কি হবেনা, কারণের এক দাস!


যে অসুখ আছে, সেটা চলে যাবে দূরে
এই বিশ্বাসে, মন গেয়ে ওঠে সুরে|


বিশ্বাস করে, কর্জের পথ ধরা নয়
এই কাজে শুধু, মনোমালিন্য হয়|


'দান' শব্দের, মাঝে নেই বিশ্বাস
দিলে দাও, আর তৃপ্তিতে করো বাস|


মানতেই হবে, 'সাহায্যে' নেই পরিশোধ
সাহায্য মানে, নয় অধিকার বোধ|


বিশ্বাস করি, এই ভুবন ভাঙ্গবে না
সকলে মানবে এই বিশ্বাস, তাই না!


এরকম যত বিশ্বাস, গ্রহণযোগ্য
যে যাই ভাবুক, এতে কেউ নয় অজ্ঞ|


বিশ্বাস করি, আমি সৎ পথে চলি
এই বিশ্বাসে, অসৎ পথকে ঠেলি|


কথায় কথা,য় বিশ্বাসের কি প্রয়োজন!
প্রয়োজন হলো, কাজের মূল্যায়ন|


তোমাকে তো চাই, বিশ্বাস করে নয়
তোমাকে বুঝেছি, আকাঙ্ক্ষায় নেই ভয়|


নিতে চাও নাও, অকারণ যত বিশ্বাস
তোমার জীবন, তুমি সামলাবে ত্রাস|


বিশ্বাস ভালো, বিশ্বাস ভালো নয়
দুই টান নিয়ে, জীবনে কি চলা যায়!


বিশ্বাস হলো, উপলব্ধির আজ্ঞাধীন
করা বা না করা, নির্ণয় নেওয়া খুব কঠিন|


'বিশ্বাস', কেন ও কোথায়!