বলার তো প্রয়োজন, তবু বলা যায় না
এই ভাবে চেপে রেখে, দিন চলা যায় না|


জানাতে যা হবে সেটা, বলেই করতে হবে
এ ছাড়া উপায় নেই, বলতে হবেই হবে|


বলার যে দরকার, সেটা ভুল নয়, তাই
বলার সুযোগ খুঁজি, সুযোগের রঙ ছাই|


দিন যায় মাস যায়, কথাগুলো চেপে ধরে
থামতে চায় না তারা, বিরক্ত করে মারে|


মনকে বোঝাই আমি, এবার তো বলে ফেলো
দেখছ না পার হয়ে, কতটা সময় গেলো!


মন থেকে সায় আসে, মুশকিলে আমি পড়ি
বলতে আমাকে হবে, এবার কি পথ ধরি!


প্রয়োজন আছে, তবু বলতে যে চাই না
কি কারন আমি জানি, জানাতেও চাই না|


এ ভাবে কি থাকা যাবে! যাবেনা সেটাও জানা
তবে কেন কথাগুলো, আমি বলে ফেলছি না|


বলায় লাগে না জানি, কোনো কিছু আহামরি
বলতে গিয়েও কেন, থমকে দাঁড়িয়ে পড়ি|


কি যে মুশকিল এটা, কি ভাবে বোঝাবো বলো!
তোমরাও বুঝলে না, বিপদটা বেড়ে গেল|


তা হলে খুলেই বলি, আমি যে শান্তি চাই
কলহকে বাঁচাতেই, আমি চুপ থেকে যাই|


সংসারে সং সেজে, থাকলেই খুব ভালো
মন বুঝে গেছে , তাই সংসার ঝলমলো|


'বোবার শত্রু নেই', মনে পরে সেই কথা
আমি কথা ধরে রাখি, পেলেও অনেক ব্যাথা|