//বহু দূরে গ্রাম//


ছিল একটাই ছোট্ট বাড়ী
তাতে দুই ছোট ঘর
তারই একটায় কোণের দিকে
ছিল রান্নার অবসর|


প্রকৃতির ডাকে যেতে হয় বনে
নদী থেকে আসে জল
নিষেধ নালিশ একটাও নেই
সবাই খুশীতে উচ্ছ্বল|


দুই ঘরে দুই কাঠের দরজা
আর দুই ছোট জানালা
মাটির দেওয়ালে অনেক পেরেক
ঝুলে আছে বহু ঝোলা|


মাটির মেঝেতে পেতে রাখা পাটি
তাই ধরা হয় বিছানা
পাটির উপর চাদর পাতলে
বিছানা সুখের, ধারণা|


ছাদ যেটা আছে তাও অস্থায়ী
কাঠ দিয়ে বাঁধা মাচা
তার উপরেই গাদা গাদা খড়
তারই নির্ভরে বাঁচা|


পাঁচ মানুষের এই বাসস্থান
বাড়ী বলা ঠিক হবে না
আট বাই নয় এই দুই ঘরে
হাঁটা চলা করা যায় না|


প্রকৃতির বুকে গরীব মানুষ
সংখ্যায় তাঁরা বেশী
তাঁদের বাঁচায় প্রকৃতি সহায়
তাঁরাই প্রকৃত দেশী|


এই সব বাসস্থান কুড়ে ঘর
আসে পাশে নেই শহর
অজগ্রাম নামে পরিচিত হয়ে
সহে যায় জল ঝড়|


গ্রামের অভাব কোনো দেশে নেই
একই চিত্রে কী সব গ্রাম!
বোধহয় তা নয়, জেনেছি খবরে
নামে গ্রাম, নেই সংগ্রাম|

আমাদের দেশে গ্রাম উন্নয়ন
কাগজে কলমে প্রভূত
গ্রামবাসীদের প্রকৃতির দয়া
দয়াতে আনন্দিত|


সুবীর সেনগুপ্ত