//বলা একবার//


একবারই বলা
একটু করা অপেক্ষা
যে প্রতিবেদন এলো তারপর
তারই করা সমীক্ষা।


কেন হলো বলা!
বলা কী কারণরহিত!
সেরকম হলে, কেন অপেক্ষা!
প্রতিবেদন কী নিশ্চিত!


চলা আর বলা
থেমে থাকলেও বলা চাই
একা একা বলা
মনে হয় যেন অযথাই।


বলা প্রয়োজন
বেশী প্রয়োজন কারণ
কারণের বলা ঠিক পেয়ে যায়
প্রকৃত প্রতিবেদন।


একবার বলে
যদি বারবার বলি!
এতবার বলে
হব কি বলারই বলি!


আবার বলব
কেউ চাইলেই আবার শুনতে
তেমন না হলে
থেমে থাকবই আদতে।


একবার বলে
শ্রোতা যদি বুঝে যায়
পুনরাবৃত্তি আসবে না মনে
এক দিয়ে কাজ শেষ হয়।


সুবীর সেনগুপ্ত