//বলা সাধারণ অধিকার//


আমায় কেন বলতে বলছ!
আমার কথা শুনতে কে চায়!
সমীর, তুমি বলেই ফেলো
তোমার কথাই মান্যতা পায়।


শুধুই সমীর বলবে নাকি!
বলবে সবাই, শুনবে সবাই
ঘুরবে বৃত্ত আলোচনায়
আলোচনায় মান্যতা নয়।


বুঝতে চাই, তাই বুঝতে পারি
অনেক সমীর নেই ভূবনে
গড়তে পারে অনেক সমীর
গড়েও উঠছে কথার দানে।


তোমায় আমি বলতে বলব
বলতে বলবে তুমি আমায়
সবাই যখন বলতে পারবে
বলারই স্রোত আনন্দ ধারায়।


বলতে শিখে যায় সকলেই
বলায় দখল মাতৃভাষায়
অন্য ভাষাও শিখতে পারি
দক্ষতা, তাও আসে বলায়।


সবাই যদি হতো সমীর
ফুটত কথা ভাব গম্ভীর
ঠেলত না কেউ বলার জন্য
কিন্তু কথায় ভরত শিবির।


সুবীর সেনগুপ্ত