পায়ে একবার, হাত দিতে দাও
নাম ধরে ডাকো, একবার তুমি
শপথ করেই, বলছি এ কথা
এর থেকে বেশী, চাইব না আমি|


এই তো অনেক, তাই মনে হয়
এ দিয়ে চলবে, বাকী দিনগুলো
অভাব হলেই, ঘুরব বাগানে
দেখব বাগানে, ফুল পাতাগুলো|


বেশী তো চাই না, চাইনিও আগে
পেয়ে গেলে বেশী, রাখতে পারিনা
কমই আমার, সাথী হয়ে যায়
অল্পের শেষ, দেখতে পাই না|


তোমাকেই, ভালবেসে যে ফেলেছি
কেন, তার কোনো জবাবও নেই
ভালবাসা হয়, হয়ে যায় শুধু
ভয় নেই শুধু, ভালবাসাতেই|


ফেলছি কি আমি, বিপাকে তোমাকে!
কি আর চাইছি! ভেবেই দ্যাখো না
এইটুকু দিলে, ক্ষতি কি তোমার
দায় দায়িত্ব, কিছু বাড়বে না|


ভালবাসা, কোনো অন্যায় নয়
চুরি করছি না, দিচ্ছি না ধোঁকা
কি এত তোমার, দ্বিধা ও অনীহা
ভেবেই নাও না, আমি খুব বোকা|


তোমার মনটা, পড়তে চাইনি
পাশে থাকবার, নেই আবদার
যা দেবে সেটাই, হবে অমূল্য
অতি দামী হয়ে, থাকবে আমার|


বিষাদ আসবে, কত কিছু থেকে
কত রাত্রিতে, আসবে না ঘুম
আমার ভাবনা, এ-সবে কোথায়!
বলেছি না আমি, অল্পেই ধূম|