মানতেই হবে, তার কোনও মানে আছে কি!
হ্যাঁ, হ্যাঁ, সে তো নিশ্চয়ই আছে
দ্বায়িত্ব থেকে দূরে সরে থাকা যায় কি!


সব কাজেই তো কথা আছে প্রয়োজন
কে বলবে, আর কে বলবে না
এই অধিকার, জানা যায় করে মন্থন।


সকলেই বলে প্রতি রোজ কিছু কথা
সে সব কথার ঘ্রাণ সাধারণ
সেই ঘ্রাণে নেই, কারো কোনো মাথাব্যথা।


মুখ মানে কথা, মন মানেও তো কথা
একদম চুপ সম্ভবই নয়
এরকম হলে, ভাববে কি বিনম্রতা!


মানতেই হবে কথার প্রয়োজনীয়তা
কিছু শুনলেই, সাথে সাথে বলা
হবে কি উচিৎ! এ কি বলে দেবে বিধাতা!


কেউ হয় নাকি নেতা, মুখ রেখে বন্ধ!
সে তো বলে যাবে প্রায় অহরহ
আর না বললে, কেউ কি করবে পছন্দ!


প্রয়োজন বুজে শুরু হবে কথা, নয় কি!
তুমি আর আমি দুজনে বলব
কথোপকথন পাবে জিৎ, তাতে ভয় কি!


বলতেও হবে, না বলেও থাকা দরকার
কখন যে বলা! কখন যে নয়!
করতেই হবে, এই অনুভূতি বিস্তার।