আর একটাও দাবী করব না
তা ছাড়া দাবীতে আছেই বা কি!
দাবী কেন করা! সেটাই ভাবছি
দাবী করলেই, সুখ আসবে কি!


সুখ পেতেই কি দাবী করা হয়!
কে জানে! আমার মন তো বলে না
দাবী করে, আমি হইনি সফল
তাই আর দাবী করতে চাই না


আমি ছাড়লেও, 'দাবী' তো ছাড়ে না
যদিও অনেকে যায় না দাবীতে
তাও দাবী আছে সময়ের বুকে
কে চায়, না চায়, আছে ধারাপাতে।


'দাবী কি আনেই ইচ্ছেতে ফল!
এ যে ভুল, সে তো সকলেই জানে
দাবীর মূল্য কমেও যায় না
দাবী থাকে, আশা ভরসার টানে।


কারণ বিহীন দাবী করে করে
কত মানুষের হয়েছে তো লাভ
তাই দেখে দেখে বেড়ে গেছে আশা
মানুষ বদলে ফেলেছে স্বভাব।


কল-কারখানা ঘিরে যে শোষণ
'দাবী' চাইছেই করতে বিচার
সাব্বর্জনিক ব্যাপারগুলোতে
দাবী সমাজের বড় হাতিয়ার।


তোমার আমার দাবীর সঙ্গে
সাব্বর্জনিক দাবী তো মেলে না
সেখানেতে দাবী বেশী ন্যায্যই
তোমার আমার বেলায় হয় না।


দাবী করে করে যতই ব্যর্থ
বসে বসে পরে ততটাই ভাবি
কেন এসেছিল দাবীর ভাবনা!
ছিল কি উপরি লাভের ছবি!


দাবী দূরে ঠেলে বেশ আছি আমি
আশা নেই, তাই নিরাশাও নেই
দাবীহীন এই সরল জীবন
বয়েই গেল কি পাই বা না পাই।