//ব্যবহার হোক যথাযত//


অকলঙ্কিত তাই অকথিত
কলঙ্কিত হলে সন্দেশ
আগ্রহ জাগে শুনতেও মনে বেশ।


অকল্পিত তাই অপূর্ব
কল্পিত হলে সাধারণ
তবু কল্পিত চায় মানুষের মন।


অলিখিত তাই নেই মান্যতা
লিখিত হলেই আর নেই কথা
ক্রিয়াশীল হয় চাপে মানুষের মাথা।


অবিচলিত তাই আনন্দে
বিচলিত হলে কাজে ভুল
জানার পরও মন সর্বদা প্রতিকূল।


অনিশ্চিয়তা তাই অবসাদ
নিশ্চয়তায় মন স্থির
নিশ্চিত হয়ে হয়ে যাই তবু অধীর।


অসংরক্ষিত তাই তো অবাধ
সংরক্ষিত হলেই বারণ
কিন্তু মানুষ নিষেধেই করে পদার্পণ।


অবিবাহিত তাই নয় অধীন
বিবাহিত হলে বন্ধন
বন্ধনেও তো থাকতে চাই স্বাধীন।


অনগ্রসর তাই তো অভাব
অগ্রসরেই হয় স্বচ্ছল
তৎপর যেতে হবেই এগিয়ে অনর্গল।


অমানুষ তাই অমানবিক
মানুষ হলেই দয়া আর মায়া
তবুও মানুষ প্রকৃত সময়ে হয় কায়া।


সুবীর সেনগুপ্ত