চাষীর ছেলে চাষী হলো।
  ।।সুবীর সেনগুপ্ত।।


পাঠশালা গিয়েছিল
অ আ ক খ শিখেছিল...
এক দুই তিন চার
সংখ্যাকে জেনেছিল...
ছোট ছোট কথাগুলো
বারবার লিখেছিল...
এক থেকে একশত
প্রতিদিন গুনেছিল...
তারপরে লেখাপড়া
ইতি টেনে দিয়েছিল...
সকলে কি ভেবেছিল
শেখা শেষ হয়ে গেল...
বয়স কতই ছিল
ছয়েই পৌঁছেছিল...
কেন যে এমন হলো
পড়াশোনা দূরে গেল...
তখন কি সে বালক
প্রতিবাদ করেছিল...
তখন তো ছয় মোটে
কি আর সে বুঝেছিল...
সে তো শুধু মেনেছিল
বাবা মা যা বলেছিল...
বসে তো থাকেনি সে
কাজে নেমে পড়েছিল...
বাবার হাতটি ধরে
ধান ক্ষেতে গিয়েছিল...
গুরুজন চেয়েছিল
চাষ কাজে লেগেছিল...
শিক্ষক বাবা ছিল
কাজ শেখা হয়েছিল...
পাঠশালা ভুলেছিল
চাষে মন লেগেছিল...
আর কি বলব বলো
চাষী হয়ে গিয়েছিল।