চাই না আমি, জুঁই আর গোলাপ
এসব এখন, নেই প্রয়োজন
আমায় কেবল, মহুয়াই দাও
উন্মাদিত হব, যখন তখন|


মত্ত হতে, চাই না ভালবাসায়
হারিয়ে গেছে, আমার ভালবাসা
আমার কাছে, ভালবাসা মৃত
নতুন করে, করব না আর আশা|


মনের মধ্যে, জমে আছে ক্ষোভ
অপসারণ, করার কাজে ব্যস্ত
হয়ে গেলেই, মনটা পরিষ্কার
হয়ত হবে, জীবন উপন্যস্ত|


লালের সঙ্গে, করেও দেব আড়ি
শুধু সাদায়, জড়াবো এই মন
কাজকে দেব, আমার ভালবাসা
কাটিয়ে দেব, অকৃত্রিম জীবন|


ভালবাসা, রহস্যের এক রূপ
এই রহস্য, পারিনি ভেদ করতে
সমাধানের, চেষ্টাতে মন নেই
চেষ্টা এখন, কাজের নেশায় ডুবতে|


চিত্তভ্রংশ হয় নি আমার, জানি
স্মৃতিভ্রংশ, করার আশা করি
আবার যদি, ভালোবাসায় ডুবি
জানব তখন, আমি আমার অরি|


চাই না হতে আমি আমার অরি|