//চাইছি শুধুই সহজ সরল//


সহজ সরল জুতো আর মোজা
কোনো এক পায়ে তা তো নয় বোঝা
বলবই কেন জুতো মোজা দূরে যা যা।


সহজ সরল জলের বোতল
অনেক রূপ আর অনেক রঙে
পূর্ণ বোতল যাত্রায় দিয়ে দেয় বল।


সহজ সরল গলি রাজপথ
আবালবৃদ্ধবনিতা হাঁটবে
এর বিকল্পে থাকবে না কোনো অন্য মত।


সহজ সরল বাদ্যযন্ত্র
সরব হলেই বুঝি তার গুন
যদিও বাজতে পারেনা হয়ে স্বতন্ত্র।


সহজ সরল তন আর মন
হয় কী সবার এই আকাঙ্খা!
সব্বার নয়, কারো ইচ্ছাতে সরল মন।


সহজ সরল ঘুম নিশ্চিত
ঘুমেই স্বপ্ন দেখি ভয়ানক
ঘুম ত্যাগ করে ভাবতে কী পারি জিৎ!


সহজ সরল কথপোকথন
শেষ হতে হতে মনোমালিন্য
পারেনা কী হতে এই অন্তের সংশোধন!


সহজ সরল ভাষাতেই লেখা
কারো লাগে ভালো, কারো তা লাগে না
প্রয়োজন অনুসারে বিচারের রেখা।


সহজ সরল জীবন যাপন
এতেই আসল খুশী জীবনের
এই দর্শনে ডুবতে কী পারে মন!


সুবীর সেনগুপ্ত