//চাল এর বদলে মান//


চাল দিয়ে দাও
মান দিয়ে দেবো
প্রাণটা থাকবে পরানে
আজকের মতো বাঁচা হয়ে যাবে জীবনে।


চাল এর বদলে
মান গেলো চলে
আজ আর নেই কিছুই দেবার
দিবিনা কী আজ দুই মুঠো চাল সেবার!


গরীবের মান
ঠুনকো প্রমাণ
মান বেচে বাঁচা বেশী দিন নয়
গরীবের বাঁচা তবে কী শুধুই দয়ায়!


প্রকৃতির দান
নিয়ে কলতান
যাঁর যেরকম সাধ্য মতন
কিন্তু সবার একই ছাঁচে গড়া গঠন।


বাঁচবে সবাই
মরবে সবাই
মান কলতান হবে ইতিহাস
বৈসাদৃশ্য তবে কেন হয় অভিলাষ!


সুবীর সেনগুপ্ত