চরণ স্পর্শ করতে দিলে না
প্রকাশ করতে চাইলে না মন
যা বোঝার, আমি বুঝেই গেলাম
বোঝা ভুল হলে, ভাবব তখন|


কতজন চায়, স্পর্শ করতে
তোমার চরণ, সাবলীল হয়ে!
কেন যে দিলে না, জানতে চাইছি
অপেক্ষাতেই এই মন নিয়ে|


স্পর্শ করার, ইচ্ছেটা ছিল
কারণ তো ছিল, এই ইচ্ছের
কারণ জানার, চেষ্টা করোনি
অভাব ছিল কি, আমার বোধের!


তুমি দেবতা বা, বিগ্রহ নও
অভিভাবকের, স্থানেও দেখি না
তবুও আমার, ইচ্ছাটা কেন!
কি অভিপ্রায়ে! তুমি জানলে না|


চরণস্পর্শ, ছোটই ঘটনা
কোনো প্রসঙ্গে, বড় হয়ে যায়
আমার ঘটনা, ছোট নাকি বড়!
গভীরে না ঢুকে, বোঝাই কি যায়!


ভক্তি, শ্রদ্ধা, চরণ ছোঁয়াতে
শ্রদ্ধা, পূর্ণ ভালবাসতেও
তোমার মনকে, চাপ দিচ্ছি না
সমবেদনায়, মনটা ডোবাও|


চরণস্পর্শ, করতে পারিনি
না পারার, কোনো কারণ জানিনি
লিখছি এ মন, হালকা করতে
পড়বে যে তুমি, আশাও করিনি|


চরণস্পর্শ, করে কি পেতাম!
সেই হিসাবের, এখন কি দাম!
যদি পড় এই, কবিতা কখনো
পাঠিও কারণ, ভরে ছোট খাম|


কারণ জানলে, কিছু পেয়ে যাব
সে কিছু আমার, অতি একান্ত
কারণটাকেই, করব যে সাথী
সেই সাথী দিয়ে, স্বস্তি গড়ব|