//চেনা পথে চলে, নেই ভ্রম//


ঘরে বসে বসে, জানা যায় পথ
চেনা যায়, পথে নামলে
শুধু নামলেই, হবে নাকি কাজ!
কাজ হবে, পথে চললে।


লাখ লাখ পথ, এখানে ওখানে
তোমার আমার সামনে
সম্ভবই নয়, সব পথ ধরা
কিছু চেনা যাবে গমনে।


সাবলীল পথ, আছে অগুণিত
দুর্বহ পথ কম নেই
বাছাবাছি করে, চিনব কি পথ!
এতে শুধু হবে হৈ চৈ।


'পথে নামলেই, চেনা যাবে পথ'
এ আমার ভুল ভাবনা
কত পথে নেমে, দিশা হারিয়েছি
পথ রয়ে গেছে অচেনা।


চেনার জন্য, নামতে তো হবে
চলতেও হবে পথে
ভাববই কেন, নেমে চিনব না
আনব না 'পর', 'আগে'তে।


নাও যদি চিনি, কোনো এক পথ
তবুও জীবন চলবে
চলবে না ধরে, অগ্রগতিকে
জীবন স্থবির হবে।


ঘরে বসে বসে, শোনা যেতে পারে
না দেখা পথের বিবরণ
শুধু বিবরণ, পারে না চেনাতে
সে গুড়ে বালির আবরণ।  


আমিও নেমেছি, এ-পথে সে-পথে
চিনতে পেরেছি খুব কম
তবে চিনে গেছি, এক দুই তিন
চেনা পথে চলি, নেই ভ্রম।


সুবীর সেনগুপ্ত