//চেতনায় রঙ বদলে যাবেই//


চেতনার রঙ, আছে চেতনাতে
থাকবেও চেতনায়
নিজেই জানি না, কত কত রঙ
ব্যবহারে বোঝা যায়।


তোমার আমার সবার চেতনা
রঙ দিয়ে দিয়ে রঙ্গীন
রঙীন চেতনা, সাদা-কালো হয়ে
কী ভাবে যে হয় দীন!


চেতনায় রঙ, আমি তো ভরিনি
আপনা আপনি ভরেছে
সেই রঙ ধরে রাখতে পারিনি
রঙ ধোঁকা দিয়ে সরেছে।


চেতনায় রঙ, হয়ে গেলে লাল
মন ঘিরে ফেলে কলহের জাল
চেতনায় রঙ, ধূসর যখন
অবসাদে গড়ে, বিষাদের বন।


বদলে বদলে চেতনায় রঙ
মিলেমিশে হয় একাকার
ভারাক্রান্ত মন ছেয়ে আসে
অবিশ্বাসের ছেঁড়া তার।


চেতনার রঙ বদলে গেলেও
কখনো হারিয়ে যাবে না
আমার চেতনা কী রঙে রাঙবে
তা কি নয় মম ভাবনা!


সুবীর সেনগুপ্ত