সিঁড়ি দিয়ে চড়লেই ছাদের নাগাল
যত উঁচু ছাদ, তত বিপদের জাল।
বেশী উঁচু হলে সিঁড়ি, লাগবে না কাজে
ছাদ যে পৌঁছে গেছে, আকাশের মাঝে।
উঁচুতে উঠতে হবে সব ক্ষেত্রেই
বাসস্থানটা কেন থেমে থাকবেই!
এক বাড়ী, এক ছাদ, তাই ছিল আগে
কত কাজ হত, সেই ছাদে ভাগে ভাগে।
অনেক বাড়ীর শুধু, আজ এক ছাদ
সে ছাদে ওঠার নেই কারো কোনো সাধ।
একটা বাড়ীর ছাদে, আর একটা বাড়ী
ছাদহীন বাড়ী, তবু হয় কাড়াকাড়ি।
মানুষ বেড়েছে, সাথে বেড়েছেও ঘর
বাড়ী নেই, তাই জমি হয়ে গেছে পর
কার কটা ঘর, তাই নিয়ে আলোচনা
কম বেশী যাই হোক, সেটাই ঠিকানা।
যে বাড়ীতে থাকা, তার ছাদে অধিকার
এই নিয়মেই ছিল, অতীত সবার।
খোলা হাওয়া প্রয়োজন, ছিল খোলা ছাদ
ছাদে ঘুরলেই, দূরে যেত অবসাদ।
বর্তমানের দিন, সব আধুনিক
যে ঘরেতে থাকা, তার ছাদে ঘর ঠিক।
বাড়ীর ছাদটা ছিল, অতি প্রিয় স্থান
সেই স্থান কেড়ে নিল, আধুনিক মান।
কজন বাড়ীতে থাকে, সবাই তো ঘরে
তার মাঝেতেই, সুখ দুখ নিয়ে মরে।
শহরে থাকতে হলে, ছাদ পাবে না তো
খুঁজলে গ্রামেই পাবে, ছাদ শত শত।
ছাদ নিয়ে করছি না, কোনো প্রতিবাদ
জীবনটাতেই তো, ভরা শুধু খাদ।