//ছকে বেঁধে, এই জীবন চলে না//


জ্বালালেই, জ্বলে উঠবে আগুন
দেখবে শিখাও আগুনের
আগুন চাও না, জ্বালিও না তবে
সহজ পন্থা সময়ের।


কে কোন চাওয়াতে, কখন যে যাবে
করবেও সেই নির্ণয়
কে কোন আশায়, ভরে দেবে মন
সে আশাও তারই সঞ্চয়।


আগুন জ্বালাতে, হয় প্রতিদিন
নইলে হয়না রান্না
এ ছাড়াও জ্বলে, পুজো-আচ্চায়
দিতে ঈশ্বরে ধরনা।


আগুন প্রয়োগে, শত শত কাজ
জ্বলবে আগুন নিশ্চিত
এই আগুনের, তাপ আর তেজে
কেউ হয় না তো চিৎ।


লেখার বিষয়, আগুন যে নয়
কামনার সাথে যুক্ত
আশা নিরাশার, দ্বন্দের মাঝে
ইচ্ছা হয় না পোক্ত।


শুয়ে থাকবার, ইচ্ছা যখন
ঘড়ি দেখলে কি চলবে!
শুয়ে পড়লেই, সে কাজ সফল
নইলে অযথা ভুগবে।


ছকে বেঁধে, এই জীবন চলেনা
না চলে রকের আড্ডায়
বেশী নিয়মের, ধারায় জড়ালে
জীবন জড়াবে সংখ্যায়।


মন যা বলছে, তাতে না ডুবলে
ইচ্ছার হয় অপমান
এই অপমান, করতেও পারে
ফেরার পথটা ম্লান।


নিয়ম মানতে, মানা করছি না
তবে নয় পদে পদে
সংবিধানের নিয়মের ধারা
রাখলেই হবে সাথে।


সুবীর সেনগুপ্ত