//ছন্দের সাথে আনন্দের ঔপম্য//


যার আনন্দে ছন্দের ছড়াছড়ি
দ্বন্দ হবে না তার জীবনের অরি।


আনন্দ আগমন হয় প্রতি জীবনে
প্রস্থানও হয়ে যায় অকালেই কারণে।


আনন্দহীন জীবন হয় না সৌম্য
অতি আনন্দ করে না জীবন রম্য।


কিছু আনন্দ অতি অবশ্য জীবনে
নইলে বাঁচার কারণ হারাবে বনে।


খেয়ে আনন্দ হয় তাই বেশী খাওয়া
পেয়ে আনন্দ, তাই কি জীবনে চাওয়া!


সকলেই চায় আনন্দ থাক সঙ্গে
রাখাই যায় না আনন্দবান অঙ্গে।


আনন্দ আসে, আর অতীত হয়ে যায়
ধোঁয়ার মতনই আনন্দ উড়ে যায়।


ছন্দের সাথে আনন্দের ঔপম্য
বলতেই পারি এটা মম বোধগম্য।


এগনোর পথে ছন্দ মূল্যবান
ছন্দবিহীন জীবন কি হয় অম্লান!


এ নয় অজানা, ছন্দ কবিতা জুড়ে
আছে সংগীতে লয় তাল আর সুরে।


তাই কি মধুর কবিতা এবং সংগীত!
তাই কি মানছি ছন্দ জীবনে প্রতীত!


সুবীর সেনগুপ্ত