//ছন্দই শুধু খুঁজব//


এই মনে আছে অনেক দ্বন্দ
আছেও অনেক অনেক ছন্দ
দুই এর মধ্যে যদি খুঁজি মিল
সব কিছু হয়ে যায় গড়মিল।


ছন্দের সাথে সুর মিশে যায়
দ্বন্দের কাঁটা, তাও বিঁধে যায়
তবুও কেন যে মিল খুঁজে মরি
মন চেয়ে বসে, তাই আমি করি।


চিন্তাতে আলো প্রভাতে নিশীথে
জীবন চলছে মসৃন পথে
এ হেন সময় দ্বন্দ কোথায়!
ছন্দের তাল মন ভরে দেয়।


ছন্দের সাথে দ্বন্দ মেলে না
মেলাবে তাঁরাই, যাঁরাই অন্ধ
সেই মিল-মিশ হয়ে যায় বিষ
উবে যায় যত ছিল আনন্দ।


দ্বন্দের সাথে না করা সন্ধি
দ্বন্দের মাঝে হবনা বন্দী
যে ভাবেই হোক রাখবই দূরে
চলবই পথ ছন্দের সুরে।


এই শরীরের প্রতিটি অঙ্গ
কদাচিৎ হয় ছন্দ ভঙ্গ
সেই শরীরের মাঝেই এই মন
কেন সংঘাত করে অকারণ!


হিংসা ও দ্বেষ দ্বন্দকে আনে
তার সাথে লোভ জুড়ে বাড়ে মানে
দমন করলে এই তিন ভুল
ছন্দ আসবে জীবনে বিপুল।


সুবীর সেনগুপ্ত