//ছুঁড়তেই হবে তীর প্রতিদিন//


ধনুক ছুঁড়েছে অতীতের তীর
কোথাও গিয়ে তা বিঁধেছে
আজকের তীর স্থির হয়ে নেই
লক্ষ্য কী খুঁজে পেয়েছে!


তীর কাঁধে নিয়ে আমরা সবাই
ছুঁড়ে দিই তীর প্রতিদিন
কটা তীর খুঁজে পায় তার লক্ষ্য
এই প্রশ্ন কী সমীচিন!


ধনুক থাকলে, তীর থাকবেই
সকলেই তীর ছুঁড়ব
একই ইচ্ছা সকলের মনে
লক্ষ্যেই তীর বিঁধব।


ইচ্ছা যে শুধু ইচ্ছাই হয়
কমই হয় পূরণ
তাও তো ইচ্ছা ধরে রাখি মনে
ধনুক-তীরের স্মরণ।


অতীতের তীর কোথায় বিঁধেছে
ভাবলে সময় নষ্ট
এখনের তীর তখন ছুঁড়ব
যখন লক্ষ্য স্পষ্ট।


অনেক লক্ষ্য, তীরও অনেক
ছুঁড়ে যেতে হবে সমানে
লক্ষ্য পাবে বা কখনো পাবে না
ছোঁড়াটাই কাজ জীবনে।


সুবীর সেনগুপ্ত