আসার পরে যাওয়া কেন
ভালবাসায় ভাসা কেন
প্রশ্নতে মন ঠাসা কেন
উত্তর সব জানতে তো চাই...
বসুন্ধরার কোলে কেন
ছল ও বল এর দাপট কেন
সুস্থ জীবন হারিয়ে কেন
মানুষ চাইছে করতে জবাই|


ভরসা দিয়ে ঠকায় কেন
পয়সা দিয়ে মানায় কেন
বিনম্রতায় ডোবায় কেন
এ ভাবনাতো ভাবে সবাই...
একটু ভুলেই বকে কেন
বকার পরেই ডাকে কেন
তারপরেতে আদর কেন
বোঝার সাধ্য আমার তো নেই|


পাপ না করেই বিচার কেন
পাপীর বিচার হয় না কেন
অবিচারের বোঝায় কেন
ভুগছে মানুষ সব সাধারণ...
অধিক সুখের নেশায় কেন
কতিপয়ের শোষণ কেন
তাদের শাসন হয় না কেন
জানার তরে উৎসুক মন|


রক্ষক সব ভক্ষক কেন
অত্যাচারে উদগ্রীব কেন
শুনতে চায় না নালিশ কেন
কেউ কি তাদের বলারই নেই...
ভয়ের মধ্যে জীবন কেন
খুশী করার চেষ্টা কেন
কৃত্রিম কথা চলছে কেন
সবাই মানে বলে কি তাই!


উপর ভিতর আলাদা কেন
তরল মনে গরল কেন
সরল মনটা পায় না কেন
কঠিন মনের মতই সুখ,,,
মন নিয়মিত দ্বন্দে কেন
ধরতে চায় না ছন্দ কেন
চির আনন্দ হয় না কেন
সরিয়ে রেখে সকল দুখ|


চির আনন্দ হয় না কেন