//চক্র এবং মানুষ//


চক্র ঘুরছে বৃত্তের পথে
হবেনা সে পথ থেকে বিচ্যুত
মানুষ ঘুরছে জীবিকার পথে
বদলে যাচ্ছে পথ অবিরত।


চক্রের সাথে মানুষের মিল
খুঁজে খুঁজে আমি ভুল করি নাকি!
চক্র ঘুরছে, মানুষও ঘুরছে
এটা ভুল, সেটা কেউ বলবে কি!


না ঘোরালে, থেমে থাকবে চক্র
থাকবেও থেমে অনন্তকাল
এই পরিস্থিতি নেই মানুষের
ঘুরতে ঘুরতে মানুষ বেহাল।


থেমে থেমে ঘোরা কার অভিপ্রায়!
শুধু মানুষের, আর কারও নয়
মঙ্গল বুধ শনি ঘুরে চলে
ভীষণ বিপদ যদি থেমে যায়।


সব চক্রই মানুষের গড়া
চলেও চক্র মানুষের দ্বারা
মানুষের চলা স্বাধীন ভাবেই
চক্র পাবেনা মানুষের ধারা।


মানুষ এবং চক্র কি এক!
কখনোই নয় কখনোই নয়
চক্র থাকুক হয়ে নিস্তেজ
মানুষ হবেই চঞ্চলময়।


সুবীর সেনগুপ্ত