চলা তার অবসর।
       ।।সুবীর সেনগুপ্ত।।


পথে নেই, আর প্রথাতেও নেই
তাই কি আছে আনন্দে!
যেটা পথ নয়, সে পথেই চলে
ভার নেই দুই স্কন্ধে।


পথ তো খোঁজেনা, খুঁজবেই কেন!
চলাটাই তার পথ
চলতে চলতে, থামে সে যখন
পুরো হয় মনোরথ।


তার কাছে চলা, গতি ধরে নয়
প্রতি ক্ষণ ধরে চলা
কত দূরত্ব, হিসাব করে না
ভর্তী করেনা ডালা।


যেখানেই চলে, সেটা তার পথ
নেই কোনো উদ্বেগ
বোঝাহীন চলা, সমস্যাহীন
অবিচল ভাবাবেগ।


প্রথা চায় না সে, তার থেকে দূরে
চলার ধারা স্বাধীন
সচল কিংবা, নিশ্চল চলা
চলছেই রাত দিন।


নিজের তৈরী, চলার পথে সে
পায় না তো অন্তর
পথহীন চলা, চলে চলে আজ
চলা তার অবসর।