//চলে যাবে, এসে যাবে, সব সাধারণ//


কী কারণে চলে গেছে
কারণটা জানিয়েছে
ছিল নাকি কোনো কারণের প্রয়োজন...
কারণ তো থাকবেই
পলকা বা বৈধই
আজ জানার ইচ্ছাতে নেই মম মন।


ঘটনা যা ঘটে গেছে
এখনো তা মনে আছে
হয়ত তা ফিকে হয়ে যাবে একদিন...
ফিকে যদি নাও হয়
তা নিয়ে ভাবনা নয়
কেন যাব করতে ভাবনা অধীন!


বিদায় নিতেই পারে
তাঁর ইচ্ছা তাঁর ঘাড়ে
সেই বোঝ কেন আমি নিতে যাব!
যে বোঝ আমার ঘাড়ে
ভাবনাও সেই ঘরে
নিশ্চিত আমি এই মন বদলাব।


কেউ কেউ চলে যাবে
কেউ কেউ এসে যাবে
কেউ সম্মত হবে, তাও আসবে না...
এটাই তো কাহিনী
প্রায় সকলেই জানি
জানি বলে আমি এতে জড়াই না।


সাথী গেলে দুঃখ
মন হবেই রুক্ষ
সব কিছু প্রযোজ্য আমার উপর...
এ তো অতি সাধারণ
ভাবার আছে কারণ
সব কিছু জেনে বুঝে হব কেন ঝড়!


সুবীর সেনগুপ্ত