//চোর শুনবে না ধর্ম কাহিনী//


চোর শুনবে না ধর্ম কাহিনী
চোরের কাহিনী আমি শুনব না
চোর ও আমার মধ্যে কে যে লাভবান
দুটো ইচ্ছার কোনোটা পায় না সন্মান।


চোর সে তো চোর, আমি সে তো আমি
হইনা তো কেউ কারো অনুগামী
হবই বা কেন! ভাবনা সবার স্বতন্ত্র
নিজ ভাবনায় সবই নিজ নিজ মন্ত্র।


চুরি করে করে চোর পরিচয়
আর না করলে হয় সাধারণ
চোর ভালো, নাকি শুধু ভালো সাধারণ!
এ কী জিজ্ঞাসা! এ নয় কী অসাধারণ!


সাধারণ হয়ে আমি কেন থাকি!
চুরি করে চোর কেন দেয় ফাঁকি!
এত এত 'কেন' আমায় করে বিব্রত
দোষ তো আমারই, অযথা চিন্তা শত।


পারব না আমি চোরকে বোঝাতে
সাধারণ হয়ে পারব থাকতে
সাধারণ হয়ে পেয়েছি শান্তি জীবনে
যা আয় তাতেই ব্যয় ধরা দেয় কারণে।


চোরকে শোনালে ধর্মের কথা
চোর যা বুঝবে মুন্ডু ও মাথা
শুনুক কিংবা না শুনুক ধর্ম কাহিনী
আমি খুশী হবো নিয়ে সাধারণ বাণী।


চুরি করা পাপ, মানছে সমাজ
চুরি করে চোর করে যায় রাজ
ধরা পড়লেও কোনো ভ্রূক্ষেপ নেই
তার তৃপ্তি যে চেতনার কোণে চুরিতেই।


সুবীর সেনগুপ্ত