ডাক দিয়েছিলে, সেটাই সত্য নয় কি!
ডাক এসেছিল অজানার থেকে
সাড়াও দিয়েছি, ভয় কি!


কেন যে আমায় ডেকেছিলে তুমি!
তা নিয়ে ভাবিনি কখনো
ডাক পেয়ে খুশী, তা জানো!


জীবন থামেনা, না পেলেও এক ডাক
ডাক পেলে, নিশ্চিত ভালো লাগে
হৃদয় হয় সজাগ।


সেদিনের ডাক এসেছিল দূর থেকে
আজকের ডাক এ-ঘরে ও-ঘরে
ছোঁয়া দিয়ে দিই ঢেকে।


প্রথম সে ডাকে, আমার প্রথম সাড়া
ডাক আর সাড়া, মিলে আর মিশে
গড়েছিল এক ধারা।


তুমি কি জানতে, ডাক দিলে পাবে সাড়া!
সাড়া না পেলে কি ডাকতে আবার!
কি উপায়ে দিতে তাড়া!


একটাই ডাক বদলে দিয়েছে জীবন
জেনে গেছি ভালবাসার কি রূপ
যা করেছ অপহরণ।


জীবন খুশীতে, তীর যে পেয়েছে নিশানা
আমার সাড়ায় তুমি অভিভূত
হয়নি তো ডাক বাহানা।


জীবন থামবে, মানতে তো বাধা নেই
ডাক আর সাড়া, কে হারাবে আগে
জানতে তো করে ইচ্ছাই।