//দাম দিলে মান দিতেই তো হবে//


দাম তো দিচ্ছ, দিচ্ছ না মান
লোকজন শুনে হাসছে
কেন তুমি মান ডোবাতে চাইছ
দেখছ না দাম ভাসছে!


দাম আর মান থাকতে যে চায়
এক সাথে এক ভারে
ভেবেই দেখোনা একবার শুধু
যাও-না মনের গভীরে।


দাম দিলে, মান দিতেই তো হবে
তা না হলে দাম সস্তা
তখন কি আর বলবেই কেউ
মান দাও ভরে বস্তা!


দাম দিতে হবে, বাধকতা নেই
হলেও দামের পাত্র
করাও যাবে না তাকে অপমান
করলে, জ্বলবে গাত্র।


যে যে অযোগ্য, তাদেরই বা কেন
অযথাই দেবে গালি!
যে যেমন, তার ফল সে পাবেই
দিয়োনা গালি বা তালি।


আগে দাম দিয়ে, পরে দিলে মান
সে তো চলতেই পারে
দাম থেকে মান, মান থেকে দাম
দুটোতেই খ্যাতি বাড়ে।


দাম আর মান, সমান সমান
তাই তো আমার মত
আসলেই হলো, আগে নয় পরে
দুই পাশাপাশি রথ।


দাম দিয়ে করা যায় নাকি হেয়!
করা যায় শুধু সম্মান
মান দিয়েও তো একই পথে চলা
কোনোটাই নয় ভান।


সুবীর সেনগুপ্ত