দান-প্রতিদানে ভরা এ জীবন
তান করে লাভ, হয় না তেমন
দিতে হবে, আর নিতেও তো হবে
দেওয়া নেওয়াতেই, গড়ে বন্ধন।


যে সেতু গড়েছে, দেওয়া নেওয়া দিয়ে
সে সেতু টিকবে, দেয়া-নেয়া নিয়ে
এর অন্যথা, হলে চলবে না
সেতু ভেঙ্গে যাবে, হারাবে ঠিকানা।


বন্ধনহীন দান কি হয় না!
যে দানে স্বার্থ, ভুলের নিশানা
এমন দানের, প্রতিদান নেই
এ সব দানের, থাকেনা সীমানা।


চোখের দৃষ্টি, দান করে যায়
কিছু অনুভুতি, আর কিছু নয়
যে পারে বুঝতে, সেই তো গ্রহীতা
দাতার কপালে, জোটে মান্যতা।


ইচ্ছাবিহীন দান হয়ে যায়
সে দানে কি আর, কেউ দাতা হয়!
প্রচার যে চাই, সেটাই মুখ্য
প্রচারবিহীন দান তো রুক্ষ।


অসৎ কাজের, আয় থেকে দান
প্রচারে প্রচারে, এ দান মহান
যেমনই হোক না আয়, তাতে কি!
কেউ তো হচ্ছে, কিছু লাভবান।


সামান্য দান, কারো প্রয়োজনে
সেই দান দামী, গেঁথে যায় মনে
মুখে মুখে ঘোরে, সে দানের কথা
সহজে এ দান, আসেও স্মরণে।


ভালবাসি যাকে, তাকে দান করি
সেও ভালবাসে,  দান হয় শ্রীহরি
এমন দানের, ভাবনা ভাসায়
দানের কামনা, বাসনাতে মরি।