//দান, ঋণ, ফেরত//


দিতেই যখন পারিনি কিছুই
ফেরত চাওয়ার কোথায় প্রশ্ন!
হারিয়ে ফেলিনি একটাও কিছু
খোঁজার কাজটি হবে কী রত্ন!


উপহার দিলে ফেরত হয় না
ভাড়া দিলে নেই ফেরতের দায়
আর দান দিলে ফেরত সুদূরে
ঋণের ফেরত দেওয়াই তো ন্যায়।


দিলেই কী আর ফেরত আসবে!
আসবে কিংবা তা আসবে না
কারণ এবং প্রেক্ষিত দেখে
জানব ফেরত হবে কী হবে না।


দিতে ভালো লাগে, দিতেই থাকব
দেওয়ার সাধ্য আছে, তাই দিই
এ কী দান নাকি আমার খেয়াল!
আমারই মতন কেউ দিলে, নিই।


দিয়ে, ফেরতের আশায় থাকি না
কেউ কেউ দিতে চায় তো ফেরত
ফেরত নেওয়াটা আমারই ইচ্ছা
জোর করলেই আর নেই পথ।


দেওয়া ও নেওয়ায় গড়ে সম্বন্ধ
এর বাইরেও গড়ে যেতে পারে
তা হোক তা হোক, আপত্তি নেই
তবে কলহের থেকে থাকা দূরে।


দেওয়ার কারণে থাকে ভিন্নতা
নিজ নিজ মতে কারণের ধারা
দেয়া-নেয়া এই ধারাতেই চলে
জীবন চলে না এই ধারা ছাড়া।


প্রকৃতির দান, আমাদের পাওয়া
নিঃস্বার্থ এই দানে বহে হাওয়া
মানুষের দেওয়া-নেওয়া স্বার্থেই
কিছু ব্যতিক্রমে খ্যাতির ছোঁয়া।


সুবীর সেনগুপ্ত