কিছু তো লিখেছি, দাও না একটা সুর
সে সুরে মিলিয়ে কণ্ঠ আমার
বিষাদ করব দূর|
বলছি না আমি, গানের অভাব আছে
সে সব গানেও মেলাই কণ্ঠ
বিষাদ যে থাকে কাছে|
সুর চাই আমি, চাই পছন্দ কথা
সেই চেষ্টায় দিয়েছি তো মন
লিখেছি মনের ব্যাথা|
কবিতার কথা, তাও পড়ে ফেলি গরজে
মনে মনে পড়া, উৎসাহ কম
থামে আনন্দ সহজে|
আমি যে শুনেছি, গান দূর করে দুঃখ
গান মানে শুধু কথা আর সুর
দুটো দিয়ে ভরে বক্ষ|
লেখাতে কেবল কথা আর বেশী কথা
ভাব ভরা থাকে, স্বীকার করছি
ভাবে নেই সুর গাঁথা|
কথা মনোমত, মনোমত সুর সাথে
তেমন হলেই মনে আসে স্বাদ
আবরন অবসাদে|
মনোমতো কথা, মনোমত সুর পেয়েছি
সেই সুরে আমি মিলিয়ে ছন্দ
বিষাদও দূর করেছি|
সে সব গানের কথায় পেয়েছি প্রেরণা
উদ্দীপনায় ভরে গেছে মন
বেড়েছে লেখার সাধনা|
কেন যে ইচ্ছা, আমার লেখায় হোক গান!
সে সুর হয়ত সরাবে বিষাদ
যত আছে ভরে প্রাণ|
তুমি দিতে পারো, দাও-না লেখায় সুর
যদি দাও, তবে সে পাওয়াই হবে
সবচেয়ে বড় মান|
  
দাও-না একটা সুর