উপায় কিছু দেখছি না তো
দেখছি শুধু দায় আর দায়
বাতাস ভরা হাসির শব্দ
ব্যঙ্গই করে, নেই উপায়।


উপায় ছাড়া চলছে না তো
খুঁজতেই হবে এক উপায়
একটি পেয়ে বুঝতে পারি
এক উপায়ে যায় না দায়।


কি ভাবে দায়, এসে যে যায়!
আসার পরই যায় বোঝা
তারপরেই তো, সামলানো শুরু
আরম্ভ হয়, উপায় খোঁজা।


উপায় খোঁজার অর্থই হলো
জানতেই হবে সব সাধন
যার সাহায্যে শেষ হবে কাজ
শান্তিও পাবে অসার মন।


যে রকম খোঁজা, আসে সেরকম
উপায়গুলো সামনে সব
দায়কে সরাই উপায় দিয়ে
সরলেই শুরু হয় উৎসব।


বাঁচবার পথে দায় না আসুক
সবার চাওয়া সেটাই হয়
দায় রুখতে, চাইছে সবাই
এক এর বেশী, ঠিক উপায়।


এলেও হাতে, উপায় সাধন
দায় থেকে যায় সব ঘরে
দায় সামলাতে ঘাম ছুটে যায়
শুধুই বিষাদ যায় বেড়ে।


এবার খুঁজি, বিশেষ উপায়
দায় সরানোর প্রয়াস হয়
হই অসফল কিংবা সফল
যেটাই হই না, মানতে হয়।দায়