//ডাক//


ডাক দিলে, যদি শুনে ফেলি ডাক
সাড়া দিলে কেউ হবে কী অবাক!
যদি হয় তবে, কী কারণে হবে!
কারণে কী বাহানাকে করা তাক!


তুমি আমি সকলেই ডাক দিই
ডাক শুনে সকলেই দিই সাড়া
সাধারণ ভাবে দেওয়াই উচিৎ
সাড়া দিলে কেউ করবে না তাড়া।


কে কখন দেবে ডাক জানা নেই
কিন্তু ডাকের করি অপেক্ষা
অপ্রয়োজনে ডাক হয় নাকি!
প্রয়োজনে ডাক নয় পরীক্ষা।


ডাক দিতে দিতে কেউ হয়রান
সাড়া নেই, তাই ডাক বারবার
বারবার ডাক হলেই কী সাড়া!
তাতেও ভরে না মনের অধার।


ডাক তো পাবই, আজ নয় কাল
কার কাছ থেকে এখন জানি না
কিছু কিছু ডাক খুব জানা থাকে
নির্দিষ্ট সময়ে না পেলে ভাবনা।


বন জঙ্গলে পশুরাও ডাকে
পাখিদের ডাক প্রত্যহ শুনি
পাড়ায় পাড়ায় ফেরিওয়ালা ডাকে
সাড়া দিয়ে প্রয়োজন মতো কিনি।


বর্ষায় কালো মেঘের যে ডাক
গুরু গম্ভীর, পরানেও ভয়
শুনতে চাই না এরকম ডাক
কোমল ডাকেই মন খুশী হয়।


বিয়ের নিমন্ত্রণে আহ্বান
এটাও তো একরকমের ডাক
ডাক এর কত যে ভিন্ন প্রকার!
কোনো ডাক শুনে হই হতবাক।


চিৎকার করে ডাক যদি হয়
সেই সব ডাক আশাতীত নয়
উপলক্ষের ডাকগুলো বেশ
করতে হয় না কিছু নির্ণয়।


প্রেমিকের ডাক, প্রেমিকার ডাক
প্রেমিক প্রেমিকা সর্বদা চায়
পুলিশের ডাক কক্ষনো এলে
মন ও শরীরে চিন্তা ধরায়।


কোন ডাকে সাড়া, কোন ডাকে নয়
বুঝতে পারাই খুব দরকার
মন চাইলেই, তবে দেওয়া সাড়া
নইলে তো পথ শুধু উপেক্ষার।


একটি জীবনে অনেক তো ডাক
কোনোটাতে খুশী, কিংবা বিষাদ
শেষ ডাক যেটা, সেটা কোন দলে!
কে দেয় সে ডাক যাতে নেই স্বাদ।


সুবীর সেনগুপ্ত