//ডাকবে না তুমি, আর আশা নেই//


কথাটা বলতে দেরী হয়ে গেল
মুখ ভার করে তুমি চলে গেলে
সেই কথা যদি বলে ফেলতাম
তাহলে কি যাওয়া বাঁধতে মাদলে!


অনেক ডাকের পরে এসেছিলে
শোনাই কি ছিল তোমার কামনা!
বলতে আমায় দিলে না সুযোগ
তোমার ইচ্ছা জানাও গেল না।


অন্তত তুমি সাড়া দিয়েছিলে
এই তৃপ্তিতে মন ভরলাম
ঠিক করলাম আর ডাকব না
এই প্রতিজ্ঞা মনে ধরলাম।


আমি ডাকব না, তা তো নিশ্চিত
তোমার ডাক কি আসতে পারে না!
ক্ষীণ এই আশা নিয়েই থাকছি
জানি এই আশা পূরণ হবে না।


সব অনুমান সত্য কী হয়!
মিথ্যাও হয়, সকলের জানা
ভবিষ্যৎ যা বলবে বলুক
মন প্রতীক্ষা কভু ছাড়বে না।


আশাই দেখায় জীবনের পথ
সেই পথ দেয় জুগিয়ে প্রেরণা
ছোট বড় প্রেরণাকে সাথে নিয়ে
খোঁজা হতে থাকে নতুন ঠিকানা।


এই বাস্তব নিয়েই জীবন
নতুন ঠিকানা পাই বা না পাই
এক যুগ পরে বুঝতে পেরেছি
ডাকবে না তুমি, আর আশা নেই।


সুবীর সেনগুপ্ত