ভাবনা চিন্তা নিয়েই দার্শনিক
তাঁরাই তর্ক বিতর্কের প্রতীক
দার্শনিক নয়, পৃথক এক জীবন
সব্বার মতো, তবুও ভিন্ন বিলক্ষণ।


যেমন আমরা চলি প্রত্যেকদিন
আমোদ, হর্ষ নিয়ে তাধিন তাধিন
তাঁরা চলে ভাবনাকে ধরে বহুদূর
অদল বদল করে ভাবনার সুর।


অহরহ উঁচু করে, ভাবনার স্তর
চিত্তে তাঁদের, আসেনাও অবসর
গভীর ভাবনাগুলো জেনে যাই যদি।
শুধু লাভ হয়, বাড়েও চলার গতি।


তাঁদের যে খোঁজ, সব হয় মন দিয়ে
তাঁদের যে দেখা, নয় শুধু চোখ দিয়ে
চেতনায় আর কিছু নেই, কেবল মন
একাগ্রতায়, তাঁরা সদাই মগন।


তাঁদের মতবাদে, জেগে ওঠে চিত্ত
আড্ডাতে, আলোচনা বাড়ায় না নিত্য
তবে কি দার্শনিক, ধরায় অচল!
আমার মননে, শুধুই তাঁরা সচল।


ভাবনা নিয়েই লেখে তাঁরা, আর ভাবে।
কাজ করে নিঃশব্দে, মাতে না রবে
সময়ের ধারা, চলে নীরব স্বপন
জানতে ইচ্ছা হয়, ধরন ধারন।


দার্শনিকের ইতিহাস ঘেটে দেখি
খুব সাধারণ জীবন যাপন, একি!
তাঁদের দেখায়, অনুকম্পার স্পর্শ
তাঁদের ভাবনা, নিশ্চিত দুর্ধর্ষ।