//দীর্ঘ সময়, কতটা সময়!//


দীর্ঘ সময়, কতটা সময়!
একটি ঘন্টা, নাকি তাও নয়!
মাস বা বছরে গেলে কি দীর্ঘ!
প্রকৃত সংজ্ঞা বলো-না কোথায়!


দীর্ঘ হবে না সময় একেলা
কোনো কাজে জুড়ে পরিমাপে খেলা
পটু হাতে কাজ হয় যথাকালে
মনেই হয় না গেছে বেশী বেলা।


সময়ের পরিমাণ তো ধ্রুবক
ধ্রুবক, তাই তো সমতার ছক
শুধুই কি তাই! গতিও অটল
সময়ের উপলব্ধিটা হোক।


ক্ষুধার্ত এই শরীর যখন
প্রতি ক্ষণ হয় দীর্ঘ তখন
থাকলেই কাজে ভীষণ ব্যস্ত
সময়ভাবেই তখন জীবন।


একটি মিনিট যতটা সময়
বৃদ্ধি হয়ে কি দেখাবেই ভয়!
নাকি হ্রাস হয়ে আনবে চিন্তা!
এমন কিছুই হওয়ার তো নয়।


সময়কে ভাগ করেছি আমরা
সেকেন্ড মিনিট ঘন্টায় ঘড়া
তাতেও থামিনি, গড়েছিও দিন
সপ্তাহ মাস বছরের তাড়া।


কোনো প্রেক্ষিতে আমাদের কথা
ধারণাগুলোও প্রেক্ষিতে গাঁথা
কোনো প্রেক্ষিতে সময় দীর্ঘ
আর কোনোটাতে হ্রাস হয়ে ব্যাথা।


সময় দীর্ঘ হবে কি হবে না
হলেও কতটা, কারো নেই জানা
যে কাজ করছি, তাতে দিলে মন
দীর্ঘ হ্রস্ব সবই হবে কানা।


সুবীর সেনগুপ্ত