//দেখা শোনা বলা, না হলে অবলা//


কম শুনলেই বোধহয় ভালো
বলতে হয় যে কম
শুনলে পরেই বলতে কি হবে!
না বললে কি অক্ষম!


বলার বেলায় কম কি ভালো!
আমার মত সেটাই
বলা আর শোনা নয় একপাতে
যদিও নিয়ম নাই।


বলা আর শোনা, দেখা কেন বাদ!
তিন অঙ্গ যে সমরূপ
তিন অঙ্গের যুগপৎ কাজে
ফল হয় অপরূপ।


দেখা শোনা বলা, না হলে অবলা
এ তো মানতেই হবে
যদিও এ মানা, অথবা না-মানা
নিজের উপরে থাকবে।


বলা রাখা যায় নিয়ন্ত্রণেই
শোনা আর দেখা হয়না
দেখে আর শুনে ভুলতেই পারি
তাও পুরোপুরি হয়না।


বলা শোনা দেখা, সব অধিকারে
তোমার আমার সব্বার
সেই অধিকারে, কম আর বেশী
ক্ষমতার ব্যবহার।


কী যে উত্তম, আর কী যে নয়
কোন ভিত্তিতে ভাবব!
আছে নাকি কোনো প্রকরণ, যাতে
ঠিক পরিণাম জানব!


সুবীর সেনগুপ্ত