//দেওয়া-নেওয়া কড়চা//


নেওয়া কম হলে
দেওয়া কম হবে
এমন যুক্তি, এ মন মানে না...
উল্টোটা হলে
যুক্তি কি ঠিক
এটা অন্তত, আমি তো বলি না।


কম নিয়ে নিয়ে
গড়ে অভ্যেস
আমার বিচারে, সেটা উত্তম...
নিজের উপর
বিশ্বাস বেশী
এই অভ্যেস, হয় না অধম।


কম এলে হাতে
সুখ বেশী হয়
এই কথা বলে, মজা করছি না...
যাচাই করতে
এর সত্যতা
'কম' অভ্যাসে, ঢুকেই পড়ো না।


কম পেলে সুখী
দেওয়াতে কি তাই
মনে হয়, এই তুলনটা ভুল...
দেওয়া পুরোপুরি
নিজের উপর
এটা মেনে চলি, হারাই না কূল।


দেওয়া বেশী হলে
বেশী আনন্দ
এটা অনেকের গ্রহণযোগ্য...
আমি মানছি না
এমন তথ্য
হইনি দেওয়াতে, তেমন অজ্ঞ।


ঠিক নেই কিছু
নেই কিছু ভুল
যাই দেবে পাবে, সব কিছু ঠিক...
আর যদি বলো
সব কিছু ভুল
তাহলে ভাবনা, হারাবেই দিক।


ইচ্ছা যা করে
তাই দিয়ে যাও
আদেশ তো নেই, দেওয়ার জন্য...
নীতি উল্লেখ
করতেই পারো
রীতি না মানার, নেই যে প্রশ্ন।


অলিখিত রীতি
সকলেই মানি
দেওয়াকে সরল, সকলে কি করি!
জটিল জীবনে
মনেতে দ্বন্দ
দেওয়া হয়ে যায়, বিচলিত কড়ি।


এই সমস্যা
নেওয়াতে কোথায়
পেলাম নিলাম, খুশীও হলাম...
কারণই নেই
সমালোচনার
যদি বা তা হয়, তার নেই দাম।


সুবীর সেনগুপ্ত